ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তোষাখানা মামলায় সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার

বার্তা বিভাগ
আগস্ট ৫, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। আজ লাহোরের জামান পার্কের বাসা থেকে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

এ মামলাটিতে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মূলত ইসলামাবাদের একটি আদালত প্রধানমন্ত্রী পদে থাকার সময় তিনি যেসব উপহার পেয়েছিলেন, সেগুলো বিক্রি করে পাওয়া অর্থ সম্পর্কে ঘোষণা না দেওয়ার কারণে এই রায় দিয়েছে। সাথে সাথে তাকে অতিসত্বর গ্রেফতার করে কারাগারে পাঠানোরও আদেশ দেয়া হয়।

এ বিষয়ে ইমরান খানের আইনজীবী ইনতাযার হুসেইন জানিয়েছেন, এ রায়ের কিছু পরই ইমরান খানকে লাহোরের জামান পার্ক এলাকার বাসভবন থেকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ ।
ডন পত্রিকা জানায়, তাকে কোট লাখপাত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই রায় ঘোষণার সময় ইমরান আদালতে উপস্থিত ছিলেন না। –জিও টিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]