ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি চীনে, নিহত ২০

বার্তা বিভাগ
আগস্ট ২, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

চীনে ১৪০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখা যায়। দেশটির রাজধানী বেইজিংয়ে এতে নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও ২৭ জন।
জানা গেছে, শনিবার থেকে বুধবার সকাল পর্যন্ত বেইজিংয়ের উপকণ্ঠে ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার (২৯ দশমিক ৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে যা ১৮৯১ সালের পর সর্বোচ্চ। শহরের আবহাওয়া দপ্তর বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া গত ৪০ ঘণ্টায় পুরো জুলাই মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়। মূলত ঘূর্ণিঝড় ডকসুরির আঘাতে রাজধানী বেইজিংয়ের আশপাশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়।
ফিলিপাইন এবং তাইওয়ানে চীনে আঘাত হানার আগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ডকসুরি। তাতে দুই দেশে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ফিলিপাইনে ওই ঝড়ের আঘাতে একজনের মৃত্যু হয়। -আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]