ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মৃ‌তি শে‌ষের দি‌কে!

বার্তা বিভাগ
আগস্ট ২, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ

কালি‌গঞ্জের বাবুরাবাদে খাস জমির অধিকার আন্দোলনে প্রশাসন ও ভূমিদস্যুদের হাতে ভূমিহীন নেত্রী জায়েদার মৃত্যু হয় ১৯৯৮ সা‌লের ২৭ জুলাই।

সে হি‌সে‌বে ২৫ তম শাহাদাৎ বা‌র্ষিকী পালন হয়ে গেল ৬ দিন আ‌গে। ২৫বছর আ‌গের সেই বিপ্লবী চেতনার বাবুর আবাদ এখন ভু‌মিহীন ভুমি‌খোর‌দের দখ‌লে। স্মৃতি উচ্চার‌ণে এখন ঘুন ধ‌রে‌ছে। অ‌স্তিত্ব‌হীন হ‌য়ে প‌ড়ে‌ছে ভুমিহীন নেত্রী শহীদ জা‌য়েদার শেষ স্মৃ‌তি চিহ্ন।

২৫ বছর আ‌গে আমার স্মৃ‌তির সা‌থে কোন হি‌সেব মিল‌তে চায়না। ঠিক ২৫ বছর আগে জা‌য়েদা যেমন ভু‌মিহীন ছিল এখনও তার প‌রিবার তেমন আ‌ছে। ম‌ধ্যে ভূমিহীন আন্দোলন করতে গিয়ে জায়েদা তার জীবন দিয়েছে।

তাঁর জীব‌নের বি‌নিময় ভূমিহীন জনপদ নিরাপদ হলেও জায়েদা নগর এখন হুমকির মুখে। জায়েদা পরিবার এখনো জমি পায়নি। তার নামে গড়ে ওঠা জায়েদা নগর বাজার এখন সর্দার মার্কেট হয়েছে। জায়‌েদা নগর জামে মসজিদ থেকে জায়‌েদার নাম বাদ দেওয়া হয়েছে। জায়েদা নগর ফুটবল মাঠ এখন ওহাব আলী সরদারের নামে রেকর্ড হয়েছে। শহীদ জায়েদার কোন স্মৃ‌তি/মোরাল তৈরি করা হয়নি।

প্রতি বছর শহীদ জা‌য়েদার শাহাদাৎ বা‌র্ষিকী পাালন কর‌তে আ‌সেন সাতক্ষীরা খুলনার বড় বড় ভু‌মিহীন নেতারা। কিন্তু তারা ২৫ বছ‌রে শহীদ জায়েদার না‌মে স্থায়ী কোন সাইন বোর্ড কর‌তে পা‌রেনি!

অবশ‌্য শহীদ জায়েদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দীর্ঘ ২৫ বছর পর মা‌য়ের অ‌স্তিত্ব খুঁজ‌ছে আরমান এরশাদ আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com