আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে জিআর মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শামসুল আলম ওরফে মিজানুর রহমান(৪৬) ঢাকা থেকে গ্রেফতার। শামসুল আলম ওরফে মিজানুর রহমান উপজেলার বুজরুক পাকুরিয়া গ্রামের আমিনুর রহমান বাদশা মিয়ার ছেলে।
থানা সুত্রে জানা গেছে, একটি জিআর ৬৯৪/১৫, স্পেশাল ট্রাইবুনাল ৪৩/১৬ মামলায় আসামী শামসুল আলম ওরফে মিজানুর রহমানকে ১৪ বছরের সাজা ও অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করে বিজ্ঞ আদালত। এ সময় থেকে দীর্ঘ দিন পলাতক থাকার এক পর্যায়ে শুক্রবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার একটি অভিজাত এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম
আসামী শামসুল আলম ওরফে মিজানুর রহমানের গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, শনিবার (২৯ জুলাই) দুপুরে ধৃত আসামীকে গাইবান্ধা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।