ঢাকা১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভা 

বার্তা বিভাগ
জুলাই ২৮, ২০২৩ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন শেষে দলীয় কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয় চত্তরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল রইচ
সেরিয়াবাত।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগে সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, উপজেলা স্বেচ্ছসেবকলীগের সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন রাজু সেরনিয়াবাত, দপ্তর সম্পাদক সৈকত মন্ডল দীপু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com