ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউক্রেনে হঠাৎ সফরে কাতারের প্রধানমন্ত্রী

বার্তা বিভাগ
জুলাই ২৮, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনে হঠাৎ সফরে ইউক্রেনে গেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরহমান আল থানি। একই সাথে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন তিনি ।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করবেন তিনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ আল আনসারি বলেন, ‌‘কিয়েভের এই বৈঠকে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়ে আবারও সংহতি প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। কাতারের আন্তর্জাতিক সীমান্তের প্রতি নিজেদের অবস্থান জ্ঞাপন করবেন তিনি।’
তিনি আরো জানিয়েছেন, চলমান উত্তেজনা কমাতেও উদ্যোগ নেবেন কাতারের প্রধানমন্ত্রী। শস্য রফতানি চুক্তি পুনর্বহালের বিষয়েও আলোচনা করবেন কাতারের তিনি।- আরব নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]