ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজনীতিতে লাগামহীন প্রবেশ বন্ধ করার এখনই সময়: ইমরুল কায়েস

বার্তা বিভাগ
জুলাই ২৫, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

১৯৭১ সাল, যখন আমরা স্বাধীনতার জন্য আন্দোলন ও যুদ্ধ করেছিলাম। আমাদের ত্যাগ, রক্ত ও প্রাণের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। আজ আমরা স্বাধীন ও স্বার্বভৌম।

স্বাধীনতার জন্য  আজ আন্দোলন ও যুদ্ধের  প্রয়োজন নেই। এখন উন্নয়ন ও এগিয়ে যাবার সময়। এ বিষয়টি সবার আগে বুঝতে হবে সাধারণ জনগনকে। কারণ জনগনই শক্তির উৎস।

আমাদের জাতীয় নানা সমস্যার মাঝে বেকারত্ব অন্যতম। আর এর পেছনে প্রধানত দায়ী লাগামহীন ছাত্র ও যুব রাজনীতি। জাতি স্বপ্ন দেখে ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে নিয়ে। যারা তথ্য প্রযুক্তির অবাদ প্রবাহে এগিয়ে যাবে। উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করে নতুন নতুন আবিষ্কার ও কর্মসংস্থান তৈরি করবে।

মিটিং মিছিলে সময় দিতে গিয়ে আমাদের দেশে তা আর হয় না। দেশে বাধ ভাঙ্গা দুর্নীতির পেছনে প্রধানত দায়ী অবাদ রাজনীতে প্রবেশ।

এছাড়া অনেকেই আছেন, যারা রাজনীতি বুঝেন না বা জানেন না। এমনকি জানেন না তার পছন্দের রাজনৈতিক দলেন আদর্শ ও উদ্দেশ্য। যাদের মাঝে শতকরা ৯৫ ভাগই মূর্খসমাজ। তারা কেন রাজনীতিতে আসবে? আর তাদের মধ্যে যদি কেউ নেতা হয় তবে সে জাতীকে কি দিবে? বা জাতি তার থেকে কি পাবে?

সর্বপরি একটি সুন্দর ও বসবাসযোগ জাতি রাষ্ট্র দেখতে চাইলে প্রথমে অবাদে রাজনীতি বন্ধ করতে হবে। রাজনীতি নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শের আলোকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে।

দেশে যখন অবাদে রাজনীতিতে প্রবেশ বন্ধ হবে, দুর্নীতি লাগবের পাশাপাশি দেশের বেকারত্ব সমস্যা ১০% এ নেমে আসবে। সাথে সাথে রাজনৈতিক সহিংসতা ০% হয়ে যাবে।

নাগরিক হিসেবে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। তবেই সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]