মো. রায়হান সিদ্দিকী ,বেনাপোল (যশোর):
ভারত-বাংলাদেশ সরকারের যৌথ সম্মতিতে পণ্য আমদানির জন্য রুপিতে এলসি উদ্বোধনের ১৪ দিন পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রথম চালানে ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৭৬০ রুপি মূল্যের চার ট্রাক মটর যন্ত্রাংশ আমদানি হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে প্রথম পণ্যের চালানটি নিয়ে ৪টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
পণ্যের আমদানিকারক বাংলাদেশের নিতা কোম্পানি লিমিটেড এবং রফতানিকারক ভারতের টাটা মটরস। বর্তমান বৈশ্বিক মন্দার এ বাজারে ডলারের সংকট কাটাতে বড় ভূমিকা রাখবে রুপি।
এর আগে, গত ১১ জুলাই ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক সংগঠনের সঙ্গে এক বৈঠকে রুপিতে আমদানি বাণিজ্যের এলসি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বেনাপোল সি এন্ড এফ এ্যাসোসিয়েশনের চেকপোস্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব সুলতান মাহমুদ বিপুল বলেন,
আমদানি রপ্তানি সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা আশা করছেন রুপিতে এলসি বানিজ্য পন্যচালান আমদানির ক্ষেত্রে ইতিবাচক এবং ডলার সংকটের অভিশাপ থেকে বাংলাদেশের ব্যাবসায়ীরা মুক্ত হলো।