তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধঃ
“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই সবুজ সংঘের উদ্যোগে ৮ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।
রবিবার (২৩ শে জুলাই) বিকাল ৫ টায় চাঁচাই ফুটবল মাঠে বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে বিষ্ণুপুর (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালীর সঞ্চালনায় বৃক্ষমেলা উদ্বোধন করেন ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষরোপণের প্রতি সবসময়ই গুরুত্বারোপ করতেন এবং নিজ হাতে বৃক্ষরোপণের পাশাপাশি তার যত্ন নিতেন,আমরা সকলে গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’-এবারের বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে তুলে ধরে সকলকে বিভিন্ন গাছ লাগানোর জন্য আহ্বান করেন। পরে মেলায় ফলজ, বনজ, ও ঔষধি গাছ সহ বিভিন্ন বৃক্ষ স্টল পরিদর্শন করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদার,সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্ছু, বিষ্ণুপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন,ইউপি সদস্য গোলাম রব্বানী,চাঁচাই সবুজ সংঘের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদুল হক,সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সঞ্জয় বাবু, লালটু ইসলাম, সুজিত চক্রবর্তী সহ সাংবাদিক,সুধীজন, ও কমিটির সকল সদস্যবৃন্দ। বৃক্ষমেলায় প্রথম দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারি গান অনুষ্ঠিত হয়।