ভূমিধসে ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে ২২ জনের মৃত্যু হয়েছে। আরো ১০৫ জন এখনো নিখোঁজ রয়েছে।
বুধবারের রাতের ওই ভূমিধসে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।এদিকে ভারী বৃষ্টি হওয়ার কারণে বৃহস্পতিবার কিছুক্ষণ বন্ধ ছিল উদ্ধারকাজ।
শনিবার মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে, এখনো নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। যাদের খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
ভারতের অনেক রাজ্য প্রায় দুই সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক এলাকাতেই দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। মহারাষ্ট্রে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে , এমনটাই জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।
সূত্র: বিবিসি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]