আরফিনুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
‘একটি হলেও বৃক্ষ রোপন করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে
শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৩ পালন করেছেন কিশোর কন্ঠ পাঠক ফোরাম নীলফামারী জেলা শাখা।
শনিবার (২২ জুলাই) বিকেলে জেলার টেংগনমারি এলাকায় উক্ত কর্মসূচী পালন করেছেন কিশোরকন্ঠর পাঠক ফোরামের দ্বায়ীত্বশীলবৃন্দ। উক্ত কর্মসূচিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠর নীলফামারী জেলা শাখার সেক্রেটারি তাজমুল হাসান সাগর। বিশেষ অতিথি টেংগনমারির সভাপতি আরমান হাফিজ প্রমুখ। এসময় ৫০ জন শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়া চলতে এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপনে উৎসাহ প্রদান করতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com