ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় সহকারী প্রধান শিক্ষক পরিষদের উদ্যোগে ২ প্রধান শিক্ষককে সংবর্ধনা

বার্তা বিভাগ
জুলাই ২২, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় সহকারী প্রধান শিক্ষক পরিষদের উদ্যোগে ২ প্রধান  শিক্ষককে প্রদান করা হয়েছে।  গাইবান্ধায় সদর উপজেলা সহকারী প্রধান শিক্ষক পরিষদের উদ্যোগে শনিবার (২৩ জুলাই) সকাল ১১ টায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

গাইবান্ধা ইসলামিয়া স্কুল হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয় এর নবাগত প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান এবং বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক আফিয়া আক্তার রূপক   সম্প্রতি সহকারি প্রধান শিক্ষক থেকে পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক পদে অধিষ্ঠিত হওয়ায় দুই নবাগত প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মোঃ আসাদুজ্জামান গাইবান্ধা সহকারী প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবং আফিয়া আক্তার রূপক সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছিলেন ।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ঘাগোয়া এমবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক , বিশেষ অতিথি সাধারণ সম্পাদক ও সাহেব উল্যাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদ আহমেদ সহ গাইবান্ধা সদর উপজেলা সহকারী প্রধান শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ । সর্বশেষে মধ্যহ্নভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com