ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কোরান পোড়ানোর ঘটনায় দেশে দেশে সুইডেনের রাষ্ট্রদূতকে তলব ও প্রতিবাদ

বার্তা বিভাগ
জুলাই ২১, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

কোরান পোড়ানোর প্রতিবাদে সুইডেনের প্রতি বিক্ষুব্ধ হয়ে উঠেছে বিশ্বের অনেক দেশ। বিক্ষুব্ধ জনতা ইরাকে সুইডিশ দূতাবাসে হামলা করেছে বলে জানা যায়। এছাড়াও বিভিন্ন দেশ নানা মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছে।

এদিকে এই ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে ইরাক। আনুষ্ঠানিকভাবে তারা ‍সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। এছাড়াও ইরাক প্রশাসন সুইডেনের টেলিকম কোম্পানি এরিকসনের কাজ করার অনুমতিও বাতিল করেছে ।

সাথে সাথে আজ শুক্রবার সকালে সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে কাতার।কাতার প্রশাসন তার কাছে একটি প্রতিবাদলিপি ধরিয়ে দিয়েছে । কোরান অবমাননাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী।
সুইডেনের প্রতিনিধিকে তলব করে প্রতিবাদলিপি দিয়েছে সৌদি আরব। তুরস্ক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এমন জঘন্য কাজের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে বলেছে।

রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এছাড়াও এ বিষয়ে একটি প্রতিবাদলিপি জাতিসংঘ মহাসচিবের কাছেও পাঠিয়েছে তেহরান।

সূত্র: আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com