ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোল সীমান্তে তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বার্তা বিভাগ
জুলাই ২০, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

রায়হান সিদ্দিকী, শার্শা (যশোর) :  

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে বেনাপোল দৌলতপুর সীমান্তের চারা বটতলা নামক স্থান থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা।

খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিলে  তারা মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায়। গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস সোনার বার পাওয়া যায়।

জব্দকৃত সোনার বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]