ঢাকা১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিশু ধর্ষণ মামলায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

বার্তা বিভাগ
জুলাই ১৬, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ।

রোববার (১৬ জুলাই) সকালে আসামি মিস্টারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সে হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের গেন্দু মিয়ার পুত্র।

পারিবারিক সূত্র জানায়, মিস্টার ঘিওর উপজেলার নালী ইউনিয়নের উভাজানি গ্রামের জনৈক্য মজিবুর রহমানের ডেইরি ফার্মে কেয়ারটেকার হিসেবে কাজ করতো। গত ১১ জুলাই বিকেলে পার্শ্ববর্তী বাড়ির ৬ বছর বয়সী শিশুকে ফুসলিয়ে ডেইরি ফার্মের ভিতরে নিয়ে ধর্ষণ করে। শিশু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুর রহমান জানান, এ বিষয়ে ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর (৯)১ (সংশোধনী- ২০০৩) ধারায় মামলা হয়েছে। মামলা নং -৮। তারিখ ১৫/০৭/২৩)। আসামিকে গ্রেপ্তার পূর্বক আদালতে পাঠানো হয়েছে। শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com