এম জালাল উদ্দীন, পাইকগাছা উপজেলা, প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অপদ্রব্য পুশ করায় ৫৭ কেজি বাগদা চিংড়ি, ৩ হাজার মিটার মশারী জাল বিনষ্ট করা’সহ ২ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান উক্ত অভিযান পরিচালনা করেন।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নৌ পুলিশের ক্যাম্প ইনচার্জ মিন্টু। অভিযানকালে রাড়ুলি ইউনিয়নের বাঁকা মৎস্য আড়তে অভিযানে চালিয়ে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ৬০ কেজি বাগদা চিংড়ি পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি ব্যবসায়ী শাহরুল ইসলাম ও গোলাম হোসেনকে ১৫ হাজার করে দুজনের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে বেলা ১১ টায় বোয়ালিয়া ব্রীজের নীচে কপোতাক্ষ নদে মাছের রেনু ধরার সময় আনুমানিক ৩ হাজার মিটার মশারী জাল বিনষ্ট করা হয় বলে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।