নাজমুল হাসান, রামপাল প্রতিনিধি:
সরকারি রামপাল কলেজ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ছাত্রী দের সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি রামপাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ রেবেকা সুলতানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্তনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার (এম,পি) রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আঃ রউপ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু, বাগেরহাট জেলা পরিষদের সদস্য মনির আহম্মেদ প্রিন্স,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন ও হোসনেয়ার মিলি ।
এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র কলেজের শিক্ষক মণ্ডলী, ছাত্র-ছাত্রী ও রামপাল উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।