ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছরে ২৮৯ শিশুর মৃত্যু: জাতিসংঘ

বার্তা বিভাগ
জুলাই ১৪, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২৮৯ শিশু মারা গেছে। এমনটাই জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এই তথ্য জানায় সংস্থাটির শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

জাতিসংঘের এই সংস্থাটি আরো জানিয়েছে এই সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ। সাথে সাথে সংস্থাটি ইউরোপের কাছে শিশু নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্বের সাথে দেখার আহ্বান জানিয়েছে।

ইউনিসেফের বৈশ্বিক অভিবাসী ও বাস্তুচ্যুত মানুষ বিষয়ক কর্মকর্তা ভারেনা নাউস জানিয়েছেন, বাস্তব সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি। কারণ ভূমধ্যসাগরে অনেক জাহাজডুবির ঘটনায় কেউ জীবিতও থাকে না এবং তার তথ্যও রেকর্ড করা হয় না।

তিনি আরো জানিয়েছেন, ২০২৩ সালের প্রথম ছয় মাসে ১১৬০০ শিশু ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ।
সূত্র: এএফপি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com