ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাটখিলে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
জুলাই ১৪, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:-
নোয়াখালীর চাটখিলে,তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

১৪ জুলাই (শুক্রবার) তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের চাটখিল উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো.আব্দুল বাছিরের সঞ্চালনায় ও চাটখিল উপজেলা তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সকাল ৬:৩০ মিনিটে চাটখিল দারুল আরকাম দাখিল মাদ্রাসা মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত হাফেজদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা কড়িহাটি ছালেমিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’লিমুল কুরআন ফাউন্ডেশন চাটখিল উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা মো.মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ওলামা বিভাগের সভাপতি রাজগঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ ও চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. মহিউদ্দিন হাসান।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা কামরুল হাসান, হাফেজ আবুল হোসেন এবং হাফেজ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, চাটখিল কামিল (এমএ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আ. ন. ম. মাছুম বিল্লাহ, চাটখিল উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোঃরকিব উদ্দিন, চাটখিল কামিল (এমএ) মাদ্রাসার আরবি প্রভাষক মুফতী মোঃইব্রাহিম খলিল, মাওলানা মো. ইমাম হোসেন, মাওলানা মুহাম্মদ রহমত উল্যাহ ও বিশিষ্ট ব্যবসায়ী মো.শহীদুল্লাহ্ বিপ্লব।

অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারীদের নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে সান্তনা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]