ঢাকা১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বড়পুল মোর যেন আবর্জনার স্তুপ; দুষণ ও দুর্গন্ধে অসহ্য পথচারীরা

বার্তা বিভাগ
জুলাই ১৩, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তম বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম পরিচিত ও বানিজ্যিক এলাকা হালিশহর। এ শহরের বড়পুল মোর যেন পঁচা অবর্জনার স্তুপ। ইসাবেলা টাওয়ারের ঠিক সামনে এমনটি এখানকার নিত্য চিত্র।

প্রতিনিয়ত বিভিন্ন পঁচা ময়লা অবর্জনা এখানে ফেলা হয়। যা দেখে মনে হয় হয়ত সিটি কর্পোরেশন ময়লা ফেলার জন্য এ জায়গাটি নির্বাচন করেছেন। নেই নিয়মিত পরিষ্কার করার ভূমিকা ও  কার্যকরী ব্যবস্থা।  নিরব দর্শকের ভূমিকায় এখানকার সিটি কর্পোরেশন ও প্রশাসন।

এ অবর্জনার দুর্গন্ধ নিত্য সহ্য করতে হয় পথচারীদের। সাথে সাথে সবুজ-শ্যামল নগরীতে দুষণ ছড়াচ্ছে এ পঁচা অবর্জনা। যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে চান এখানকার পথচারী ও ব্যবসায়ীরা। যাতে এখানে ময়লা না ফেলে পার্শ্ববর্তী কোন উপযুক্ত জায়গা নির্বাচন করা হয়। সাথে সাথে নিয়মিত ময়লা পরিষ্কারের প্রতি সিটি কর্পোরেশন যেন দায়ীত্বশীল ভূমিকা পালন করেন।- এমনটাই দাবী পথচারী ও স্থানীয় জনগণের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]