আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিয়ত হয়েছে। আহত হয়েছেন বাসের ৯ যাত্রী।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপূর ১২টায় ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি মিনিবাস (মেট্রো- ব ১৫৭২০৫) ও আরিচাগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬-৯০০০) মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিজামুদ্দিন (৩০)ঘটনাস্থলে নিহত হন। সে ভোলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামের সেকেন্দার আলী পুত্র।
গোলড়া হাইও থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক উল্টো পথে আসায় নীলাচল পরিবহনের মিনি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক নিজাম ঘটনাস্থলে নিহত হন। ট্রাক ও বাস পুলিশ হেফাজতে রয়েছে।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, এ বিষয়ে মানিকগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।