ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে শিক্ষার্থীদের মধ্য বঙ্গবন্ধু জুলিও কুরি ডাক টিকিট বিতরণ

বার্তা বিভাগ
জুলাই ১৩, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম জুলিও কুরি সম্মাননা পদক প্রাপ্তিকে স্মরণীয় করে রাখার জন্য সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু জুলিও কুরি ডাক টিকিট বিতরন হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিস সম্মেলন কক্ষে ৫ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২ টি মাদ্রাসার মোট ৩৭ জন শিক্ষার্থীদের এ ডাক টিকিট বিতরণ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডাক টিকিট বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমান,মোজাহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম হোসেন,ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]