ঢাকা১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে অসুস্থ গরুর মাংস বিক্রির অপচেষ্টার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

বার্তা বিভাগ
জুলাই ১২, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির অপচেষ্টার দায়ে গরু বেপারী ও মাংস বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে কুকুরে কামড়ানো ও ৬ মাসের গর্ভবতী গাভীকে জবাই করে মাংস বিক্রির জন্য মানিকগঞ্জ বাসস্ট্যন্ডের কসাই পট্রিতে নেয়া হচ্ছে। গোপন সূত্রে এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতভর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

বুধবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গরু বেপারী ও মাংস বিক্রেতাকে হাতে নাতে ধরে ফেলে অভিযানিক দল। এ সময় অসুস্থ পশু জবাই ও মাংস বিক্রির অপচেষ্টার দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কুকুরে কামড়ানো ও গর্ভবতী গাভী জবাই ও মাংস বিক্রি চেষ্টার দায়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাংস ব্যবসায়ী মো.সাগর আলীকে ১ লাখ টাকা ও ঘিওর উপজেলার কলতা এলাকার গরু বেপারী সাগর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মাংস বিক্রেতা সাগর আলীর হেফাজতে থাকা খাবার অনুপযোগী মাংস উদ্ধার করে মাটিতে পুতে ফেলা হয়। তারা অপরাধ স্বীকার ও মুচলেকা দিয়ে এ দফায় বেঁচে যায়।

অভিযানে সদর উপজেলা পাণিসম্পদ কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের সদস্য ও সদর থানা পুলিশ সহযোগিতা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]