ঢাকা১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ছোট ভাইয়ের কাঁচির আঘাতে বড় ভাই খুন;  ছোট ভাই গ্রেফতার

বার্তা বিভাগ
জুলাই ১২, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

শ্যালো মেশিন বিক্রির বিরোধের জের ধরে ছোট ভাই আকুল মিয়া (৩৫) এর কাঁচির আঘাতে সহোদর বড় ভাই রাখু মিয়া (৪০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে  বুধবার (১২ জুলাই) সকাল আনুমানিক ১০টায় গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর (মুন্সিপাড়া) গ্রামে। নিহত রাখু মিয়া ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রাখু মিয়ার ব্যবহৃত একটি শ্যালো মেশিন সহোদর ছোট ভাই আকুল মিয়া গোপনে বিক্রি করেন। বিষয়টি রাখু মিয়া জানতে পেরে আকুল মিয়াকে জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরই একপর্যায়ে আকুল মিয়া উত্তেজিত হয়ে রাখুর শরীরে কাঁচি দিয়ে আঘাত করেন। এসময় গুরুতর আহত রাখু মিয়াকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে মারা যান। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক আকুল মিয়াকে গ্রেফতার করেন।

এবিষয়ে মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় রাখু মিয়া নামের একজন মারা গেছেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, মনোহরপুর (মুন্সিপাড়া) গ্রামে রাখু মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এরিপোর্ট লেখা অবধি জানা গেছে, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ হতে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]