আমিনুল ইসলাম, মানিকগঞ্জ
অবশেষে বদলি হলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল লতিফ। তার স্থলাভিষিক্ত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব রেহেনা আক্তার। তিনি বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা।
সোমবার (১০ জুলাই) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন – ২ এর উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলী আদেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের বদলীর দাবিতে জেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে। মুহাম্মাদ আব্দুল লতিফকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত করা হয়েছে বলে সূত্র জানায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com