ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চরশিবা গ্রামের ওয়াপদা রাস্তা যেন মরণ ফাঁদ, চরম দুর্ভোগে স্থানীয় জনগন

বার্তা বিভাগ
জুলাই ১১, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

চর কাজল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের  চরশিবা গ্রামের মেইন ওয়াপদা রাস্তা এখন যেন এক মৃত্যুর ফাঁদ।
যদিও এই রাস্তা  ভোলা থেকে পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে আসা-যাওয়ার একমাত্র মাধ্যম। সাথে সাথে দৈনিক হাজার হাজার মানুষের চলাফেরা এই রাস্তা দিয়ে।
 এ পথ ধরে  অসুস্থ রোগী, গর্ভবতী মায়ের চিকিৎসা ও কোমলমতী শিশুদের স্কুলে আসা-যাওয়া  যেন এক নিত্য ভোগান্তি।  গলাচিপা থেকে বদনাতলী হয়ে চর শিবা লঞ্চঘাট আসার পরে যারা মজিবনগর, চর বোরহান, ভূইয়ার সুলিজ, বোয়াল খালি এবং ভোলা যাওয়ার একমাত্র পথ এই ওয়াপদা। যা  দিয়ে যাওয়া-আসা এখন এক পর্যায়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। শিবা লঞ্চঘাট থেকে মুসলিম বাজার পর্য়ন্ত ৩কি.মি  রাস্তা এক  নিত্য ভোগান্তির নাম।
যদিও এই ওয়াপদাটি ১৯৮৮ সালে নির্মিত হয়েছে।  অথচ ৩৫ বছর হয়ে গেলেও এই রাস্তাটি পাকা করণে কোন ব্যবস্থা নেয়া হয় নি।
‘‘কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অচিরেই আমাদের এই দুর্ভোগ থেকে রক্ষা করুন। যাতে আমরা নির্বিঘ্নে এই ওয়াপদা দিয়ে চলাফেরা করতে পারি।’’-এমনটাই স্থানীয়দের দাবী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]