ঢাকা১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আইসিটির আওতায় আনা হয়েছে -এমপি মমতাজ

বার্তা বিভাগ
জুলাই ১০, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আইসিটির আওতায় আনা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার।

সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজন ও পরিসংখ্যান জনশুমারি গৃহগণনার সহযোগিতায় উপজেলার ২৪ টি বিদ্যালয়ের ৩৫৬ জন শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, সিঙ্গাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো: বাশার, জেলা পরিসংখ্যানে ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ মিনার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ বি এম আব্দুল হান্নান, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শহিদুর রহমান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত সৈয়দ মিজানুর রহমান প্রমুখ,
এসময় এমপি মমতাজ বেগম আরো বলেন, আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।

সরকারের ধারাবাহিকতার কারণেই অবহেলিত বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে সারাদেশে শিক্ষার্থীদের হাতে উন্নতমানের শিক্ষা উপকরণ হিসেবে ট্যাবলেট তুলে দিচ্ছেন ।

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার বলেই বছরের প্রথম দিন কোমলমতি শিশুদের মাঝে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে নাম লিখেছেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।

পরে তিনি সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]