আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২কেজি গাঁজাসহ বেলি বেগম নামে এক মহিলা গ্রেফতার । সোমবার (১০ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ থানার এসআই সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত বেলী বেগম (৪০) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ গ্রামের মৃত আঃ জোব্বারের মেয়ে।
থানা সুত্রে জানা গেছে, সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে গাড়ি চেকিং করাকালে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেলা-অবেলা ( রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১২-১১৬২) যাত্রীবাহী বাস আটক করা হয়।এ সময় বাসের ভিতর তল্লাশি করাকালে সীটে বসা যাত্রী বেলী বেগমের বোরকার ভিতর বডিতে বিশেষ কায়দায় প্লাষ্টিকের রশি দ্বারা বাঁধানো ৩টি সাদা পলিথিনের পোটলায় রাখা ২কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) সঞ্জয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃত আসামী বেলি বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।