ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিংগাইরে মহিলা বিষয়ক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

বার্তা বিভাগ
জুলাই ৯, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
সিংগাইর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা বেগমকে বিদায় সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করেছে বেসরকারি সংগঠন বারসিক।
রোববার (৯ জুলাই) বিকেলে অধিদপ্তরের উপজেলা কার্যালয় এই সম্মাননা প্রদান করা হয়।
বারসিকের জেন্ডার সেল আয়োজিত বিদায় সংবর্ধনায় ফুলেল শুভেচছা ও ভবিষ্যৎ কর্মজীবনের সমৃদ্ধি সুখ্যাতি অর্জন এবং বৈষম্যহীন জাতি গঠনে আগামীর পথ আরো সমৃদ্ধ হবে এই প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক কর্মকর্তারা।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ, বারসিক জেন্ডার সেল কর্মকর্তা রিনা সিকদার, আছিয়া আক্তার ও প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, রওশনারা কর্মজীবনে একজন সফল ও দক্ষ কর্মকর্তা। মাগুরা জেলার অধিবাসী রওশন আরা ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৫ সালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মজীবনে যোগদান করেন। তারপর কুমিল্লার মুরাদনগর, নারায়ণগঞ্জের সোনারগাঁও, নরসিংদির পলাশ উপজেলা অত্যন্ত সুনামের সাথে চাকরি করেন। সর্বশেষ ৪ নভেম্বর ২০১৯ সালের ৪ নভেম্বর সিংগাইরে যোগদান করে। আগামী১০ জুলাই মানিকগঞ্জে শিবালয় উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করবেন। ২০২৩ সাল পর্যন্ত সুনামের সহিত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি আগামীকাল একই জেলার শিবালয় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে যোগদান করবেন।

চাকুরী জীবনের অভিজ্ঞতার আলোকে বিদায়ী কর্মকর্তা বলেন, হাজার বছর ধরে ঝেকে বসা পুরুষতান্ত্রিক সমাজে নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন অনেক চ্যালেঞ্জিং।
তারপরও স্মার্ট বাংলাদেশ নির্মাণে জেন্ডার বৈষম্য দূরীকরণে নানাবিধ উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
এই কাজ কঠিন হলেও ইতোমধ্যে বাল্যবিবাহ রোধ ইভটিজিং বিবাহ বিচ্ছেদ সহ বহু বিষয় ইতিবাচক পরিবর্তন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]