ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ৪০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

বার্তা বিভাগ
জুলাই ৯, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি থেকে ৪০ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রোববার (৯ জুলাই) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান।

তিনি বলেন, রবিবার (৯ জুলাই) রাত্রী অনুমান আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার গাইবান্ধা-বালাসীঘাট সড়কে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বালাসী ফেরিঘাট টার্মিনালের ২নং গেটের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি করে প্রাইভেটকারটিতে থাকা ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। সেই সাথে মাদক ব্যবসায়ী শামীম শেখ (৩০) কে গ্রেফতার করা হয়। মাদক বহনের প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত শামীম শেখ (৩০) টাঙ্গাইল জেলা সদরের চর পোলী গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com