ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ প্রাপ্য : এরদোয়ান

বার্তা বিভাগ
জুলাই ৮, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

ন্যাটোর সদস্য হওয়ার প্রতি ইউক্রেনের ইচ্ছাকে সমর্থন করেছে তুরস্ক। আল জাজিরার এক প্রতিবেদনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ কথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

সাথে সাথে রাশিয়ার সাথে সংঘাত নিরসণে শান্তিপূর্ণ পথে হাঁটার আহ্বান জানিয়েছেন এরদোয়ান।

এক যৌথ সংবাদ সম্মেলনে শনিবার সকালে এরদোয়ান বলেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ প্রাপ্য।’ এরদোয়ান আরও বলেছেন, দুই পক্ষেরই ফের শান্তি আলোচনায় ফেরা উচিত। তিনি বলেন, ‘ন্যায্য শান্তির পথে কেউ হারে না।’
জেলেনস্কি ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে সমর্থন জ্ঞাপন করায় এরদোয়ানকে ধন্যবাদ দিয়েছেন।

লিথুনিয়ায় আগামী মঙ্গলবার শুরু হবে ন্যাটো সম্মেলন।

এছাড়া টুইটে জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের ভূখণ্ডগত মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানানোয় আমি কৃতজ্ঞ। শান্তি ফর্মুলা আমাদের দেশ, মানুষ ও স্বার্থ রক্ষা করবে।’ -আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]