ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোল পৌরসভা নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন দুই প্রার্থীর

বার্তা বিভাগ
জুলাই ৭, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

রায়হান সিদ্দিকী, শার্শা প্রতিনিধি:

বেনাপোল পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন ৬নং ভবারবেড় ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী।

শুক্রবার (৭ জুলাই) সকালে ভবারবেড় ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (ডালিম) প্রতীক এনামুল হক জুয়েল এর নির্বাচনী কার্যালয়ে মুসলিম আলীর (ব্রিজ) প্রতীকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

এসময় সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুসলিম আলী সহ তার সমর্থকরা আমার নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করে এবং আমার সমর্থকদের উপর হামলা চালায়।

এদিকে বিকাল ৫টায় এনামুল হক জুয়েল এর আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশন সভা কক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করেন কাউন্সিলর প্রার্থী মুসলিম আলী।

এসময় তিনি এনামুল হক জুয়েল এর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত মাইক ভাংচুর ও তার কর্মীদের মারধর করার উল্টো অভিযোগ তোলেন। তিনি আরো বলেন, আমার প্রতিদ্বন্দী প্রার্থী এনামুল হক জুয়েল আমার কর্মী সমর্থকরা গণসংযোগ করার সময় প্রচার মাইক ভাংচুর ও তাদেরকে মারধর করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]