আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
যাত্রীবাহী কোচের ধাক্কায় পিকআপ যাত্রী বেলাল হোসেন(২০) নামের ১ ব্যক্তি নিহত। বিক্ষুব্ধ জনতা কর্তৃক হানিফ পরিবহন
নামের একটি কোচ আটক। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (৭জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধার
গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর নামক স্থানে। নিহত বেলাল হোসেন উপজেলার মির্জাপুর গ্রামের ভোলা মিয়ার পুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান,ওই সময় ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে রংপুরের উদ্দেশ্যে যাওয়া একটি পিকআপকে অপর একটি যাত্রীবাহী কোচ পিছন থেকে ধাক্কা দিলে পিকআপ যাত্রী বেলাল হোসেন সড়কের উপর ছিটকে
পড়ে। এরই মধ্যে কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন। ঘাতক কোচটি দ্রুত পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে একই কোম্পানীর বাস মনে করে রংপুরগামী হানিফ পরিবহনের অপর একটি কোচ আটক করে পুলিশে সোপর্দ করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।