ঢাকা১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাঠের পার্টনারকেই জীবনসঙ্গী বানাচ্ছেন দিয়া

বার্তা বিভাগ
জুলাই ৫, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

আরফিনুল ইসলাম, জেলা প্রতিনিধি, নীলফামারী:

দীর্ঘদিন ধরে আর্চারিতে জুটি গড়ে খেলছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এবার মাঠের পার্টনারকেই জীবনসঙ্গী বানাতে যাচ্ছেন এই দুই দেশ সেরা আর্চার। দিয়া ও রোমানের মধ্যে পরিণয় ছিল বেশ কয়েক বছর ধরে। দুজনের মধ্যে ভালোলাগা, ভালোবাসার সম্পর্ক আর্চারি অঙ্গনের প্রায় সবারই জানা। তবে সে সম্পর্কে নানা সময়েই উত্থান-পতন গেছে। দুজনের সেই অম্ল-মধুর সম্পর্কই পরিণতি পেতে যাচ্ছে এবার। নিজেদের মন দেয়া-নেয়া শেষে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলছেন এই সফল জুটি।

মঙ্গলবার(৪জুলাই) রাতে নীলফামারী জেলা শহরের আশা কমিউনিটি সেন্টারে পারিবারিক আবহে অনুষ্ঠিত হয়েছে দিয়া সিদ্দিকীর গায়ে হলুদ অনুষ্ঠান। শুরুতে একঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল মুখে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন দিয়া। পরনে ছিল হলুদ রঙের পোশাক। চোখে-মুখে উচ্ছ্বাসের আভা। ব্যাকগ্রাউন্ডে বাজছিল গান। সেই গানের সঙ্গে নেচে ও ঠোঁট মিলিয়ে গায়ে হলুদের মঞ্চে উঠতে দেখা গেছে দিয়াকে।

দিয়ার বাবা নূর আলম সিদ্দিকী জানান, রোমান সানা ও তার পরিবার বর্তমানে নীলফামারীতে অবস্থান করছেন। বিয়ের পর রাতেই দিয়াকে নিয়ে যাবেন তারা।

তিনি বলেন, তাদের কাছে আমার প্রত্যাশা অনেক বড়। যেহেতু তারা খেলোয়াড়, আমার প্রত্যাশা তারা যেন অলিম্পিক জয় করে বাংলাদেশের পতাকাটাকে বিশ্ব মঞ্চে উঁচু করে তুলে ধরতে পারে। আর বিয়েতে সব বাবা-মায়ের মন খারাপ থাকে, থাকাটাই স্বাভাবিক। তারপরও মেয়েকে বিয়ে দিতে হয়। কষ্ট হলেও মেয়েকে বিদায় দিতে হচ্ছে। তারা যেন সত্যিকারে সুখি দাম্পত্য জীবন গড়তে পারে সেই জন্য সকলে দোয়া করবেন।

দিয়া সিদ্দিকী বলেন, আমরা সকলেই জানি বিয়ে মানে আনন্দের বিষয়। বিয়ে করতে যাচ্ছি আল্লাহর অশেষ রহমতে। যেহেতু এটা আমার জন্মভূতিতে করতে পারছি সেজন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ নীলফামারীতে বিয়েটা করতে পারতেছি। আমার বন্ধু-বান্ধব, আত্নীয় স্বজন ও নিজের পরিবারের সকলকে একসাথে পেয়ে অনেক আনন্দিত। সকলকে যে একসাথে করতে পারেছি এটার জন্য অনেক খুশি। সকলে আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমার বিবাহিত জীবন সুখে কাটাতে পারি।

রোমান আনসারে ল্যান্স নায়েক পদে আছেন। দিয়া বিকেএসপির পাট চুকিয়ে এ বছরই যোগ দিয়েছেন আনসারে। নীলফামারী জেলা সদরে উকিলের মোড়ে দিয়াদের বাড়ি। দুই ভাই এবং এক বোনের মধ্যে দিয়াই সবার বড়। তার বাবা নূর আলম সিদ্দিকী একটি বেসরকারি টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি। দিয়া খেলার মতো পড়াশোনাতেও সফল। এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন। ইতোমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবিশাল ক্যারিয়ার সামনে রেখে আগেই জীবনের আরেকটি ইনিংস শুরু করছেন দিয়া। ক্রীড়াঙ্গনে অনেক ডিসিপ্লিনেই ক্রীড়াবিদরা খেলা ছাপিয়ে বাস্তব জীবনেও জুটি গড়েছেন। আরচ্যারিতে এটি দ্বিতীয় জুটি। আগের জুটিটি রিকার্ভ-কম্পাউন্ড ইভেন্টের ছিল। এবার রিকার্ভ ইভেন্টের দু’জন বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]