অল্প কিছুদিনের মধ্যেই অনুমতি সাপেক্ষে বাড়ির ছাদে হেলিকপ্টার অবতরণ করতে পারবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এ সংক্রান্ত একটি নীতিমালাও তৈরি করেছে।
বেবিচক চেয়ারম্যান নীতিমালায় সম্মতিও দিয়েছেন। বেবিচক সূত্রে জানা গেছে, জুলাই মাসের মধ্যেই সিদ্ধান্তটি সার্কুলার আকারে জারি করে কার্যকর করা হবে।
এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, রুফটপে হেলিকপ্টার অবতরণের অনুমতি দেওয়ার বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়েছে। এটি জুলাই মাসেই সার্কুলার আকারে জারি করা হবে।
উল্লেখ্য, সাউথ এশিয়ান এয়ারলাইন্স দেশে প্রথম ১৯৯৯ সালে বেসরকারি উদ্যোগে বাণিজ্যিকভাবে হেলিকপ্টার সেবা চালু করে। যে কেউ এখন চাইলে হেলিকপ্টার ভাড়া নিতে পারেন। সাধারণত রাজনৈতিক কর্মকাণ্ড, বিত্তবানদের বরযাত্রা ও ভিআইপি যাত্রী বহনে হেলিকপ্টারের ব্যবহার বেশি হয়। এ ছাড়া জরুরি মিটিং, দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো, লিফলেট বিতরণ, রোগী বহন, শুটিং ও মরদেহ বহনসহ বিভিন্ন কাজেও এখন হেলিকপ্টার ব্যবহার হচ্ছে।