ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরের লালপুরের গাঁজার গাছ সহ গাঁজা চাষী সাইফুল আটক

বার্তা বিভাগ
জুলাই ৫, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

এ.এন.এম মুস্তাকিম,নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করেছে সাইফুল(৪৮) নামের এক মাদক ব্যবসায়ী এ খবর পেয়ে রাতে অভিযানে নামে লালপুর থানার পুলিশ।এ সময় ১০ ফিট উচ্চতা একটি গাঁজার গাছ উদ্ধার করে এবং গাঁজা চাষী সাইফুল কে আটক করে পুলিশ।

মঙ্গলবার(৪ঠা জুলাই-২৩) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এস আই রেজাউল করিমের নেতৃত্বে লালপুর থানা পুলিশের একটি দল উক্ত অভিযানটি পরিচালনা করে নওপাড়া এলাকায় ইব্রাহিমের ছেলে সাইফুলের বাড়ি থেকে ১০ ফিট উচ্চতা সম্পন্ন ১০ কেজি ওজনের একটি গাজার গাছ উদ্ধার করে সেই সাথে গাঁজা চাষি সাইফুল কে আটক করে বলে জানা গেছে।

এ ব্যাপারে লালপুর থানায় সাইফুল ইসলামের নামে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।
ঘটনার বিষয়ে এস আই রেজাউল করিম জানান, সাইফুল এর আগেও গাঁজা চাষ করেছে।সে প্রতি বছর নিয়মিত গাঁজা চাষ করে।
এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, গাজা চাষীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com