ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনার পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঋণ বিতরণ করেন – ইউএনও মমতাজ

বার্তা বিভাগ
জুলাই ৫, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

এম জালাল উদ্দীন, পাইকগাছা উপজেলা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঋণের টাকা বিতরণ করা হয়েছে। দারিদ্র বিমোচন ও আর্থ কর্মসংস্থানের লক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে উক্ত ঋণ বিতরণ করা হয়।

এসময়ে চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার আশ্রয়ণ প্রকল্পের ১১ জন উপকারভোগীদের মাঝে ছাগল পালন, মাছ চাষ ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য মূলধন হিসেবে ১ লাখ ৪০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ঋণের টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

ঋণ বিতরণ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপকারভোগী মোঃ আনোয়ার গাজী, শেখ কল্লোল হোসেন, রুমা বেগম, ছকিনা বেগম, আছরোফ সানা, শেখ ইউনুছ আলী, মিজানুর গাজী, ফরিদা বেগম, শেখ হিল্লাল হোসেন, আদিম গাজী ও আবুল কাশেম সরদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]