ঢাকা১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জ কুলফা গোষ্ঠীর সভাপতি দুর্জয়, সম্পাদক বাশার

বার্তা বিভাগ
জুলাই ৩, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান পরিচালক এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় আবারো মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কুলফা গোষ্ঠীর সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার ।
রোববার (২ জুলাই) ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

কুলফা গোষ্ঠীর নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছে।

আবুল বাশার বলেন, মানিকগঞ্জের ঐতিহ্যবাহী কুলফা গোষ্ঠী পূর্বের ন্যায় মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখবে।
আগামীতে সম্ভাবনাময় খেলোয়াড়দের বয়স ভিত্তিক ধারাবাহিক দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও ধারাবাহিকভাবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ে পরিকল্পিত বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ ব্যক্তিত্বের সার্বিক বিকাশ নিশ্চিত করতে ক্রীড়া বিষয়ক এবং সাধারণ শিক্ষা প্রদান করা এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়, ক্রীড়া বিষয়ে দক্ষ ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com