ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় প্রেম করে বিয়ে; অতঃপর স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্নহত্যা

বার্তা বিভাগ
জুলাই ৩, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

প্রেম করে বিয়ের  ১বছর যেতে না যেতেই স্ত্রীর সাথে অভিমান করে আত্নহত্যা করেছে শামীম নামের এক যুবক। সোমবার (৩ জুলাই) মরদেহ উদ্ধার পূর্বক মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার নিভৃত
পল্লী খামার মাহমুদপুর গ্রামে।

স্থানীয়রা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুনদিয়া গ্রামের আঃ ওয়ারেজ
শালদারের ছেলে শামীম মিয়ার সাথে ১ বছর পূর্বে বিয়ে হয় পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মাহমুদপুর
গ্রামের আঃ মালেকের মেয়ে ফাতেমার। বিয়ের পর সংসার জীবনে বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য চলে আসতে থাকে। গত ১ সপ্তাহ আগেও উভয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী ফাতেমা তার বাবার বাড়ি খামার মাহমুদপুর গ্রামে চলে আসেন। এরপর শামীম মোবাইল ফোনে স্ত্রী ফাতেমার সাথে কথা বলার চেষ্টা করেন।

স্ত্রী ফাতেমা জানান, গতকাল রোববার রাতেও কথা হয় শামীমের সাথে। রাত ১০ টায় শামীমের সাথে শেষ কথা হয় তার। এরপর আজ সকালে প্রতিবেশীদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে বাড়ির পাশে একটি গাছে স্বামী শামীমের ঝুলন্ত লাশ দেখতে পাই।

এ ব্যাপারে পলাশবাড়ি থানার হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর আলম জানান, খবর পেয়ে শামীম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]