ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাটখিলে ভ্রম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখলকারীদের উচ্ছেদ ও অর্থদণ্ড

বার্তা বিভাগ
জুন ২৭, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চাটখিল প্রতিনিধি:

সোমবার ২৬ জুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ফুটপাত দখলদারদের বিরুদ্ধে ১৯টি মামলা দায়েরের মাধ্যমে,তাৎক্ষণিক ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা আদায় করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া সাংবাদিকদের বলেন, কিছু অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে জনপদ দখল করে দোকানপাট গড়ে তোলে। এদের কারণে মহাসড়ক দিয়ে যান চলাচল ও জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়।পৌরবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বলে,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভুঁইয়া জানান।

তিনি আরো বলেন,সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৮২ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা কালে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা আইনগত সব ধরনের সহযোগিতা প্রদান করেন।

দীর্ঘদিন পরে হলেও চাটখিল বাজারের যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য প্রশাসনের উদ্যোগে, ফুটপাত উচ্ছেদের এই অভিযানকে চাটখিল বাজারের ব্যবসায়ী ও জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]