মোহাম্মদ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ক্যানসার ও কিডনিজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৭শ রোগীকে সাড়ে ৩ কোটি টাকার অর্থসহায়তা দেওয়া হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপকারভোগীদের হাতে অর্থসহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।
সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলতি অর্থবছরে ক্যানসার-কিডনিসহ ৭শ দুরারোগ্য রোগীর মাঝে এ চেক বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালিউল্লাহের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ক্যানসার কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া কঠিন দূরারোগ্য ব্যাধি। এসব রোগের চিকিৎসাও ব্যয়বহুল। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হিসেবে এসব রোগে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার ৭শ রোগীক ৫০ হাজার টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।