আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৬৭ বোতল বিদেশী মদ জব্দ করেছে র্যাব। এসময় নুরুন্নবী মিয়া (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৬ জুন) দুপুরে র্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত নুরুন্নবী মিয়া সুন্দরগঞ্জ উপজেলার লালচামার চর (পূর্বপাড়) গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৬ জুন) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় সুন্দরগঞ্জের কাপাশিয়া গ্রাম থেকে নুরুন্নবী মিয়ার কাছ থেকে ৬৭ বোতল অফিসার চয়েস (বিদেশী মদ) সহ তাকে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত নুরুন্নবীকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।