তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা). প্রতিনিধিঃ
কালিগঞ্জ ৬টি ইউনিয়ন নলতা ,তারালি, চম্পাফুল,ভাড়াশিমলা,কুশুলিয়া, মথুরেশপুর, তরুণ যুব পিস ক্লাব সদস্যরা সরকারি বেসরকারি কর্মকর্তা এবং লোকাল কর্তৃপক্ষদের সাথে অভিজ্ঞতা কর্ম পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন রবিবার সকাল দশটায় কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে রূপান্তরের আয়োজনে পিসেডিয়াম এর সহযোগিতায় মতবিনিয়র সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন এ সময় কালীগঞ্জে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান দীপালি রানী ঘোষ মথুরেশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল গফুর, পুরোহিত তারক আশ্চর্য্য, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খায়রুল আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভায় উগ্রতা প্রতিরোধে শান্তি প্রতিষ্ঠায় সদস্যদের মাধ্যমে বাস্তবায়িত উঠান বৈঠক মাইকিং বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়। আগামী দিনগুলোতে এই ক্লাবগুলো সচল রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া যুবকদের উগ্রতা প্রতিরোধে বেশি বেশি খেলাধুলা আয়োজন করার পরামর্শ প্রস্তাবনা নির্দেশনা দেয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর মিনহাজুল রহমান।