তাপস মজুমদার, (কালীগঞ্জ সাতক্ষীরা). প্রতিনিধিঃ
দেশের দক্ষীন পশ্চিমাঞ্চল জেলা সাতক্ষীরা জেলাতেই অতি দক্ষতার সহিত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন পাঁচ নারী। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসনের চাকরি অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং।
আমাদের দেশের প্রেক্ষাপটে নানা কারণে সেটা নারীদের জন্য আরও বেশি চ্যানেঞ্জিং বলে মনে করা হতো। তবে সেই ধারণা ভেঙে দিয়েছেন বাংলাদেশের নারীরা। সরকারি ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করা থেকে শুরু করে দাপ্তরিক বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে পালনে সর্বত্র সফলতার সাথে কাজ করে যাচ্ছেন তারা।
দেশের সাতক্ষীরা জেলায় ৭ টি উপজেলার মধ্যে ৫ টি উপজেলাতেই সফলতার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ৫ জন নারী।
জেলার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা -তুজ-জোহরা, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান।