ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানা-পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে তিন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
২৩(জুন)শুক্রবার গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়,২২(জুন)বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টর জিয়া উদ্দিন,সাব-ইন্সপেক্টর শামছুল আরেফীন ও সাব-ইন্সপেক্টর সাইফুদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশদল উপজেলার আশারকান্দি ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে কাঠালখাঁইড় গ্রামের কমরু মিয়ার পুত্র সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজিজুল হক,পাইলগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের সুনাই মিয়ার পুত্র তালিকাভুক্ত পলাতক আসামী আলআমিন ও জালালপুর গ্রামের আফজাল মিয়ার পুত্র পলাতক আসামী বশির মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।