ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর শিশু ধর্ষন মামলার আসামি রফিক গ্রেফতার

বার্তা বিভাগ
জুন ২৪, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ বছরের চাঞ্চল্যকর শিশু ধর্ষন মামলার আসামী রফিকুল ইসলাম রফিক (২০)কে গ্রেফতার করেছে রংপুর র‍্যাব-১৩ কার্যালয়ের সদস্যরা।

এ বিষয়ে শনিবার দুপুরে গাইবান্ধা র‍্যাব ক্যাম্প কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেছে রংপুর র‍্যাব-১৩ কার্যালয়ের ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা র‍্যাব-১৩ কার্যালয়ের কম্পানি কমান্ডার সিনিয়র এ,এসপি এ,কে এম আসিফ উদ দৌলা, ডিএডি মাজেদুর রহমান ও শরিফুজ্জামান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ সন্মেলনে তিনি বলেন, ২০২৩ সালের ১লা জুন ধর্ষনের স্বীকার শিশুটি স্কুলে যাওয়ার পথে সুন্দরগঞ্জ উপজেলার কালিরখামার ( চুলিপাড়া) গ্রামের ফিরোজ মিয়ার পুত্র রফিকুল ইসলাম রফিক চকলেট দেয়ার কথা বলে একটি পরিত্যক্ত টিনের ঘরে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষন করে। এতে শিশুটি কান্না করতে থাকলে ধর্ষক পালিয়ে যায়।

পরে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় গত ২ জুন ২০২৩ ইং তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা একটি মামলা হয় (যার মামলা নং- ৯) ধর্ষক পালিয়ে আত্নগোপন করলে রংপুর র‍্যাব -১৩ ছায়া তদন্ত শুরু করলে ২৩ জুন রাতে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা হতে ধর্ষক রফিকুল ইসলাম রফিক কে গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামী রফিক ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com