এম জালাল উদ্দীন,পাইকগাছা, প্রতিনিধি :
আজ ২৩শে জুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানীকারী এবং দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটির স্মরণে পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে আলোচনা সভার শুরুতে লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করেন ৬নং লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব প্রবীণ আওয়ামীলীগ নেতা বাবু বিভূতিভূষণ সানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন “কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট ও লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা” বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি ইউ পি এফ) এর কেন্দ্রীয় কমিটির সহ যুগ্ম সাধারণ সম্পাদক ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিকের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)।
৬নং লস্কর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ জহরুল হক সানার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক বাবু বিজন বিহারী সরকার, ৬নং লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাবু শিবু প্রসাদ রায়, ৬নং লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল কুদ্দুস সানা ও ৬নং লস্কর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী মোল্যা সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।