ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আঃলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার- এমপি মমতাজ

বার্তা বিভাগ
জুন ২৩, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

মানিকগঞ্জ সিংগাইর – হরিরামপুর ২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করেছে।

শুক্রবার (২৩ জুন) বিকেলে সিংগাইর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

এসময় সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ রবিউল ইসলাম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমপি মমতাজ আরো বলেন, বিএনপি সরকার শিক্ষার্থীদের হাতে ছেঁড়াফাড়া পুরাতন বই তুলে দিত। অথচ বর্তমান সরকার বছরের প্রথমদিনই সারা দেশের সকল শিক্ষার্থীর হাতে চকচকে ঝকঝকে নতুন বই তুলে দিচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দিয়েছেন। সরকার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে। দ্রুতগতিতে এগিয়ে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর উন্নয়ন কাজ। দেশের চলমান উন্নয়ন মূলক কাজ অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
এসময় সিংগাইর উপজেলার ২৪ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]