আরফিনুল ইসলাম, নীলফামারী, প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শিলা ঋশীকে অপহরণ করা হয়েছে। একই গ্রামের ধিরেন ঋশীর ছেলে এক সন্তানের জনক শ্রী সরল ঋশীর বিরুদ্ধে এই অপকর্মের অভিযোগ উঠেছে। ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও ছাত্রীটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুন চাদঁখানা উচ্চ বিদ্যালয়ে অর্ধ বার্ষিকী পরীক্ষা দিতে যাওয়ার সময় পথিমধ্যে কানু পীরের মাজারের কাছে পৌছালে পার্শবর্তি গ্রামের শ্রী সরল ঋশী তার দলবল সহ জোড় পূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে শিলাকে।
বৃহস্পতিবার (২২ জুন) অপহৃতার অসহায় পিতা শ্রী সুরেন ঋশী তার নিজ বাড়ীতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ করে জানান, গত সোমবার স্কুল যাওয়ার পথে আমার নাবালিকা মেয়ে প্রকাশ্যে দিনের বেলায় সন্ত্রাসী কায়দায় অপহরণ করা হলো। অথচ প্রশাসন নির্বিকার।
তিনি বলেন, আমার নাবালিকা মেয়েকে উদ্ধারের জন্য কিশোরগঞ্জ থানায় ঐ দিনই লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু ৪ দিনেও মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আমি প্রশাসনের নিকট জোড় আবেদন করছি আমার মেয়েকে উদ্ধার করে দিন।
এলাকাবাসী জানায়, অপহরণকারী শ্রী সরল ঋশী দীর্ঘদিন যাবৎ বউ বাচচা নিয়ে ঢাকায় থাকতো। সে ঢাকা থেকে ৭/৮ মাস আগে বাড়ীতে আসে। তখন থেকে সে বাড়ীতেই এবং তার স্ত্রী সন্তান ঢাকাতেই থাকে। স্কুল যাতায়াত কালে বিভিন্ন সময় মেয়েটিকে বিরক্ত করতো সে।
একই এলাকার মৃত অরান চন্দ্র ঋশীর ছেলে লক্ষণ ঋশী জানান, শিলা ঋশী ৮ম শ্রেণীর ছাত্রী। আজ কয়েকদিন হলো তাকে অপহরণ করেছে সরল ঋশী। থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখমো কিছুই করতে পারলো না।
তিনি বলেন, এভাবে চলতে থাকলে আইনশৃঙ্খলা অবনতিই হবে। এদিকে মেয়ের চিন্তায় পিতা মাতা সহ বাড়ীর সবাই শয্যাশায়ী। খাওয়া নাওয়া নাই। মেয়ের মা কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, একজন স্কুল শিক্ষার্থীকে অপহরণের লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আমরা তৎপর আছি। যে কোন সময় উদ্ধার করতে সক্ষম হবো।