নাসিম আহমেদ :শিবপুর নরসিংদী।
নরসিংদী জেলার, শিবপুর পৌরসভা বানিয়াদি গ্রামের ভিতর দিয়ে চলা চলের রাস্তা এই ডি সি রোড, নরসিংদী জেলার সর্বোচ্চ ক্ষমতাধর প্রশাসনের নামে, নামকরণ করা হয় ডিসি রোড, সরে জমিনে গিয়ে দেখা যায়, রাস্তার মাথায় ময়লা আবর্জনার স্তূপ,
শিবপুর পৌরসভার ভিতরের যত ময়লা আবর্জনা এখানে ফেলানো হয়।
ওইখানের এক প্রাক্তন স্কুল শিক্ষক বাচ্চু মাস্টার সাথে কথা বলে জানা যায়,উনি জানান এই ময়লা আবর্জনার জন্য কারো কাছে জমি বিক্রি করা যায় না।কোন জমির খরিদ্দার এখানে আসে না,ভাল মূল্য পাওয়া যায় না,পাশের এক বাড়িওয়ালা বলেন আমি এই বাসা করেছি, জীবনের শেষ সম্বল টুকু দিয়ে, মনে করেছিলাম বাসা ভাড়া দিয়ে বাকি জীবনটা সুন্দর করে চলবো,এই ময়লা দুর্গন্ধের জন্য কোন ভাড়াটিয়া এখানে আসেনা।
আমার বাসা মাসের পর মাস খালি পড়ে থাকে,এই ডিসি রোডের মাথায় ১০০ গজের ভিতরে চারটি শিক্ষা প্রতিষ্ঠান ১০০ গজের ভিতরে চারটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত,শিবপুর মডেল কলেজ, শিবপুর নিউ মডেল হাই স্কুল,শিবপুর সেন্ট্রাল স্কুল, হাজী আফসার উদ্দিন সাইন্সটেকনোলজি স্কুলএন্ড কলেজ অবস্থিত, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা আসা-যাওয়া নাকে মুখে কাপড় দিয়ে বন্ধ করে চলাফেরা করতে হয় এই রাস্তার জন্য,তাই স্কুল কলেজ ও পথযাত্রীদের অনুরোধ করেন বলেন, এই ময়লা আবর্জনা অন্যত্র সরানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।